Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

৮০ হাজারের বেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন, মৃতের সংখ্যা ১৫



আন্তর্জাতিক ডেস্ক: 

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৮০ হাজার ৭২৩ জন বাংলাদেশি হজযাত্রী। শুক্রবার দিবাগত রাত পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার মোট ২০৮টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছান। তবে, পবিত্র ভূমিতে পা রাখার পর এ পর্যন্ত ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল।

ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত সবশেষ হজ বুলেটিন অনুযায়ী, ২০৮টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৪টি, সৌদি এয়ারলাইন্স ৭৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৮টি ফ্লাইট পরিচালনা করেছে। এসব ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনার ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৮১,৯০০ জনসহ মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রীর মধ্যে সিংহভাগই ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছে গেছেন।

হজে গিয়ে এ পর্যন্ত যে ১৫ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে মক্কায় মারা গেছেন ৯ জন এবং মদিনায় ৬ জন। সর্বশেষ গত ২৯ মে গাজীপুরের আবুল কালাম আজাদ (৬২), মাদারীপুরের মোজলেম হাওলাদার (৬৩) এবং জয়পুরহাটের মো. মোস্তাফিজুর রহমান (৫৩) মক্কায় মারা যান। তারা সকলেই বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।

ধর্ম মন্ত্রণালয় ও হজ মিশন নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ৩৯৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়। আগামী ৩১ মে (আজ) পর্যন্ত হজ ফ্লাইট পরিচালনা করা হবে। হজ শেষে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট আগামী ১০ জুন থেকে শুরু হয়ে ১০ জুলাই পর্যন্ত চলবে। আরবি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ বা ৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ