বেনাপোল থেকে রাজু আহমেদ:
শার্শা উপজেলার পর্যটন সম্ভাবনাকে কেন্দ্র করে গড়ে উঠছে নতুন এক পর্যটন কেন্দ্র — 'বাহাদুরপুর ডিসি ইকো পার্ক'। এরই অংশ হিসেবে খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে ‘বাহাদুরপুর বোট ক্লাব’, যেখানে ইতোমধ্যে চালু করা হয়েছে ৩টি নতুন প্যাডেল বোট। এই মনোমুগ্ধকর প্রাকৃতিক জলাশয়, বাহাদুরপুর বাওড়কে ঘিরে উপজেলা প্রশাসনের এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে যেমন উৎসাহের সঞ্চার করছে, তেমনি আশার আলো দেখাচ্ছে পর্যটন সম্ভাবনার দিকেও।
উপজেলা প্রশাসন জানায়, পর্যটকদের আকর্ষণের জন্য এখানে ধাপে ধাপে আরও রাইড, সৌন্দর্যবর্ধন এবং অবকাঠামোগত উন্নয়ন করা হবে। এই মাসের মধ্যেই ‘বাহাদুরপুর বোট ক্লাব’ পূর্ণরূপে চালু করার লক্ষ্য রয়েছে।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই উদ্যোগ শুধু বিনোদনের ক্ষেত্রেই নয়, বরং স্থানীয় অর্থনীতির ওপরও ইতিবাচক প্রভাব ফেলবে। নতুন কর্মসংস্থান, ছোট ব্যবসার প্রসার এবং বহিরাগত পর্যটকদের আগমন শার্শাকে নতুনভাবে পরিচিত করবে।
শার্শা উপজেলা প্রশাসনের এই প্রশংসনীয় পদক্ষেপ সত্যিই প্রশংসার দাবিদার। তারা প্রমাণ করেছেন, সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সরকারি উদ্যোগেও গড়ে তোলা যায় একটি টেকসই পর্যটন কেন্দ্র।
শুভকামনা ‘বাহাদুরপুর বোট ক্লাব’ ও শার্শা উপজেলা প্রশাসনকে — শার্শার পর্যটনের নতুন যুগের সূচনা হোক এখান থেকেই।
0 মন্তব্যসমূহ