ফুলতলা প্রতিনিধিঃ
খুলনার ফুলতলা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে (বয়স ১৭) অপহরণের চারদিন পর পুলিশ উদ্ধার করেছে। খুলনা মহানগরীর হরিনটানা থানা এলাকার রাজবাথ হ্যাচারির মোড়ে এক বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রধান আসামি গোবিন্দ মন্ডলকে গ্রেপ্তার করে সোমবার (৩০ জুন) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ফুলতলা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইফুল ইসলাম জানান, অপহৃত ছাত্রীর মোবাইল ফোনের আইএমইআই নম্বর ট্র্যাক করে অভিযান পরিচালনা করা হয়। রবিবার গভীর রাতে বটিয়াঘাটা থানা পুলিশের সহযোগিতায় ভান্ডারকোট এলাকা থেকে বিল্লাল নামে একজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, গোবিন্দ মন্ডলের কাছ থেকে পাঁচ হাজার টাকায় মোবাইলটি কিনেছে।
এরপর বিল্লালকে সাথে নিয়ে হরিনটানা থানা পুলিশের সহায়তায় রাজবাথ হ্যাচারীর মোড়ে শেখ মশিউর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয় এবং গোবিন্দ মন্ডলকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। পরবর্তীতে নিরাপত্তা নিশ্চিতে তাকে সেইফ কাস্টডিতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২৬ জুন বৃহস্পতিবার বিকেলে ফুলতলার পঠিয়াবান্দা গ্রামের নিজ বাড়ির সামনে থেকে ওই ছাত্রীকে মোটরসাইকেলযোগে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় অভিযুক্ত গোবিন্দ মন্ডল। গোবিন্দ পূর্ব পরিকল্পিতভাবে এই অপহরণ করে বলে অভিযোগ। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে ফুলতলা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামি করা হয় পঠিয়াবান্দা গ্রামের নৃপেন মন্ডলের ছেলে গোবিন্দ মন্ডল (২০) এবং সহকারী হিসেবে অভিযুক্ত করা হয় একই গ্রামের আবজাল খাঁর ছেলে আরাফাত খাঁ (৩৫), মনির (৪৫) ও নৃতিশ মন্ডলকে (৪৫)। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
0 মন্তব্যসমূহ