বেনাপোল থেকে রাজু আহমেদঃ
ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে আটক হয়েছেন একাধিক মামলার আসামি নেত্রকোনার আওয়ামী লীগ নেতা মো. সানোয়ারুজ্জামান যোশেফ (৬৫)। রোববার (২৯ জুন) সকাল ১০টার দিকে মেডিকেল ভিসায় ভারত যাওয়ার চেষ্টা করলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ডাটাবেজ যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পেয়ে তাকে আটক করে।
আটক যোশেফ নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তার পাসপোর্ট নম্বর এ-০৭২৩৯৪৭৬। তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
বেনাপোল ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) জাকারিয়া হোসেন জানান, ইমিগ্রেশনে প্রবেশের সময় রুটিন ডাটাবেজ যাচাইয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার বিষয়টি ধরা পড়ে। তার বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানা ও খালিয়াজুড়ি থানায় একাধিক মামলা রয়েছে।
তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো হলো:
-
খালিয়াজুড়ি থানার মামলা নং ০৭, তারিখ ২০/০৯/২০২৪; ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ও দণ্ডবিধির ১৪৮/১৪৯/৪৪৮/৪২৭/৪৩৫ ধারা।
-
নেত্রকোনা মডেল থানার মামলা নং ০২, তারিখ ০১/০৯/২০২৪; বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ১৫(৩) ধারা।
-
খালিয়াজুড়ি থানার মামলা নং ৩/৬৭, তারিখ ০৫/০৭/২০২২; দণ্ডবিধির ১৪৭/৪৪৭/৪৪৮/৩৮০/৩২৩/৩২৫/৩০৭/৪২৯/৫০৬(২)/১০৯ ধারা।
-
নেত্রকোনা মডেল থানার মামলা নং ১৪, তারিখ ১৬/১০/২০২৫; ১৯৭৫ সালের বিশেষ ক্ষমতা আইনের অধীনে দায়েরকৃত মামলা।
বেনাপোল ইমিগ্রেশন থানার ওসি ইলিয়াস হোসেন মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যোশেফ ভারতে যাওয়ার সময় আটক হন এবং তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাছেল মিয়া জানান, আটক যোশেফকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া অনুযায়ী নেত্রকোনা জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
0 মন্তব্যসমূহ