যশোর প্রতিনিধিঃ
যশোর শহরে নির্মাণাধীন একটি ৭তলা ভবনের ৫তলার একটি ঝুল বারান্দা (ব্যালকনি)-এর দেওয়াল ধসে রাস্তার ওপর পড়ে দুই প্রকৌশলীসহ তিন জন নিহত হয়েছেন। সোমবার বেলা ১২টার দিকে খড়কির সার্কিট হাউসপাড়ায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হচ্ছেন ওই ভবনের প্রকল্প প্রকৌশলী কুষ্টিয়া সদরের মিজানুর রহমান (৩৫), অপর প্রকৌশলী দিনাজপুর সদরের নিউটাউন এলাকার আজিজুল ইসলাম (৩৬) ও শ্রমিক চাপাই নবাবগঞ্জ সদরের মহারাজপুর গ্রামের নুরু মিয়া।
যশোর কোতয়ালি থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিন জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খোঁজ নিয়ে জানা গেছে, ব্লিডিং ফর ফিউচার লিমিটেড নামে একটি নির্মাণ সংস্থা ভবনটি নির্মাণ করছে। নির্মাণকারী সংস্থার ব্যবস্থাপকের সাথে মুঠোফোনে কথা বলে নিহতদের পরিচয় জানা গেছে। মরদেহ তিনটি জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
এলাকার জিল্লুর রহমান জানান, বিকট শব্দ পেয়ে আমরা নির্মানাধীন ভবনটি সামনে এসে দেখতে পাই রাস্তায় তিন জন রক্তাক্ত অবস্থায় উপর থেকে পড়া ইটের মধ্যে পড়ে আছেন। দেখা যায় ভবনটির পাঁচতলার একটি ব্যালকনির ইটের গাঁথনি ভেঙে তারা নিচে পড়েছেন। আমরা একটি ইজিবাইক ডেকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক জানান তারা মারা গেছেন।
স্থানীয় লাবু জোয়ারদার জানান, ব্লিডিং ফর ফিউচার লিমিটেড নামে একটি নির্মাণ সংস্থা ভবনটি গত ১০ বছর ধরে নির্মাণ করছে। এর মালিক স্থানীয় ইকবাল মঞ্জিলের আনিস উদ্দিন ইকবাল রাফু। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মিয় হওয়ায় তারা কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ভবনটি নির্মাণ করে আসছিল। এলাকাবাসী একাধিকবার তাদের নানা অনিয়মের প্রতিবাদ করলেও কোন ফল হয়নি। যার ফলে তাদের কর্মীরাই প্রাণ হারালেন।
এদিকে নিহত প্রকৌশলী আজিজলু ইসলামের স্ত্রী ও শিশু কন্যার আহাজারিতে হাসপাতালের শোকাবহের সৃষ্টি হয়।
0 মন্তব্যসমূহ