Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

শার্শা সীমান্তে বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক



 বেনাপোল থেকে রাজু আহমেদ: 

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলোট সীমান্ত এলাকা থেকে দুটি নাইন এমএম বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকালে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে অস্ত্রসহ আটক করে।

আটককৃতরা হলেন: পাঁচভুলোট গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. ইছাহাক (৪৫) এবং একই গ্রামের মৃত ইমাম আলীর ছেলে মো. আব্দুল মজিদ (৪২)।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা জানতে পারেন যে ভারত থেকে অস্ত্রের একটি চালান পাঁচভুলোট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা কৌশলগত অবস্থান নেয় এবং পাঁচভুলোট গ্রামের ইছাহাক ও মজিদের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে প্রত্যেকের বাড়ি থেকে একটি করে বিদেশি পিস্তল ও একটি করে ম্যাগাজিন উদ্ধার করা হয়। এসময় হাতেনাতে ইছাহাক ও মজিদকে আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার পিএসসি ইঞ্জিনিয়ার্স ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "সীমান্তে অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা সজাগ ও তৎপর রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা এই অস্ত্রসহ দুই ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছি।"

তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে অস্ত্র আইনে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি জানিয়েছে।

স্থানীয়রা জানান, শার্শা সীমান্ত এলাকা দিয়ে প্রায়শই অস্ত্র ও মাদকের চোরাচালান হয়ে থাকে। বিজিবির এমন কঠোর পদক্ষেপে সীমান্ত অপরাধ কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ