📍 বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল ইউনিয়নে বিএনপির জরুরি কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় দলীয় নেতাকর্মীরা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেন। আয়োজন করে ৪ নং বেনাপোল ইউনিয়ন বিএনপি, সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি এ এস এম মাহবুবুল আলম।
এই কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি (শার্শা-১, যশোর-৮৫)। এছাড়াও উপস্থিত ছিলেন: শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু,সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন,যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক-২ সালাউদ্দিন,যুগ্ম সম্পাদক তাজউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, সহ-সভাপতি মোহাম্মদ আলী শাহীন,সহ-দপ্তর সম্পাদক মোঃ সাইদুজ্জামান, অর্থ সম্পাদক নজরুল ইসলাম,কৃষক দল নেতা সাখাওয়াত হোসেন, ইউপি সদস্য আলমগীর সিদ্দিকী
এছাড়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন,যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা,ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান
সভায় বক্তারা বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছে, অত্যাচার-নিপীড়নের মাধ্যমে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে।”
তারা আরও বলেন, “বিএনপি জনগণের দল। বিএনপির সময় দেশে শান্তি, উন্নয়ন এবং গণতন্ত্র ছিল। তাই একটি নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে, যেখানে জনগণ নিজের ভোট নিজে দিতে পারবে।”
0 মন্তব্যসমূহ