Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ৯ জনের মাঝে প্রতীক বরাদ্দ



 ঝিকরগাছা সংবাদদাতা (যশোর)॥ আগামী ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জনের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন।

উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মনিরুল ইসলাম পেয়েছেন আনারস প্রতীক, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সেলিম রেজা পেয়েছেন ঘোড়া প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম রবিউল ইসলামের কন্যা, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী দোয়াত কলম প্রতীক পেয়েছেন। 


এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ঝিকরগাছা প্রেস ক্লাবের সম্পাদক সৈয়দ ইমরানুর রশীদ পেয়েছেন চশমা প্রতীক, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান মিন্টু তালা প্রতীক পেয়েছেন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা পরিষদের সাবেক সদস্য ও যশোর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহানা আক্তার পেয়েছেন ফুটবল প্রতীক, ঝিকরগাছা পৌরসভার সংরক্ষিত-২ (৪,৫,৬) নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জেসমিন সুলতানা পেয়েছেন কলস প্রতীক, অ্যাড. আমেনা খাতুন হাঁস প্রতীক ও যুব মহিলালীগ নেত্রী আছিয়া খাতুন পদ্ম ফুল প্রতীক পেয়েছেন। আগামী ২১ মে ঝিকরগাছা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ