শার্শার নাভারন মোড় থেকে ১,৫৭,২১,৫০০ টাকার ৭০ কেজি ৫০০ গ্রাম রৌপ্যর অলংকার সহ পিতা পুত্র জাহাঙীর কবির লিটু (৪৮) ও মেহেদী হাসান (২৫) কে আটক করেছে। শনিবার রাত ১২ টার সময় সাতক্ষীরা থেকে ঢাকা গামী হামদান পরিবহন থেকে ভারতীয় রৌপ্য সহ ওই দুইজনকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ ( বিজিবি)।
আটককৃত জাহাঙীর কবির শার্শা উপজেলার বাগরী গ্রামের কাসেম আলীর ছেলে ও জাহাঙীরের ছেলে মেহেদী হাসান।
যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লে, কর্নেল সাইফুল্লাহ সিদ্দীকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাভারন সাতক্ষীরা মোড়ে সাতক্ষীরা থেকে ঢাকাগামী হামদার্ন পরিবহন ( যশোর-ব-১১-০২৬৬) তল্øশি করে ওই দুইজন (পিতা পুত্র) এর কাছে কসটেপ জড়ানো রৌপ্য পাওয়া যায়। এসময় তাদের রৌপ্যর সাথে আটক করা হয়। উদ্ধারকৃত রৌপ্যর ওজন ৭০ কেজি ৫শত গ্রাম।
আটককৃত আসামিদের শার্শা থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে। এবং যশোর ট্রেজারীতে রৌপ্য জমা করা হয়েছে বলে জানান।
0 মন্তব্যসমূহ