Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বেনাপোলের ১০ বছরের শিশু মাহিন নিখোঁজ: সন্ধান চায় পরিবার

                                          হারানো বিজ্ঞপ্তি!!!



বেনাপোল সান রাইজ স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র মাহিন (১০) আজ ১২ মে দুপুর আনুমানিক ২টায় নিখোঁজ হয়। স্কুল শেষে বাসায় ফিরে বাবার সঙ্গে বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ করেই সে নিখোঁজ হয়ে যায়। মাহিনের বাবা, মাসুদুজ্জামান মাসু, ঘুম থেকে উঠে দেখতে পান তার পাশে থাকা ছেলেটি আর নেই।

মাহিনের গ্রামের বাড়ি বেনাপোল এর  নামাজগ্রামের মধ্য পাড়ায়। পরিবার ও স্বজনরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজের সময় মাহিন কী পরনে ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স ১০ বছর এবং সে শারীরিকভাবে সুস্থ ও সচল ছিল।

যদি কোনো সদয় ব্যক্তি মাহিনের সন্ধান পেয়ে থাকেন বা তার বিষয়ে কোনো তথ্য থাকে, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে:

📞 [০১৯১১৮১৪৮৭১]

পরিবার ও স্থানীয়রা মাহিনের নিরাপদ ফিরে আসার জন্য সকলের সহায়তা কামনা করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ