Header Ads Widget

Responsive Advertisement

অবশেষে কাটলো অচলাবস্থা: ১২ দিন পর বেনাপোল কাস্টমসে ফিরলো কর্মচাঞ্চল্য



বেনাপোল থেকে রাজু আহমেদ

 দীর্ঘ ১২ দিনের অচলাবস্থা শেষে আজ সোমবার (২৬ মে) সকাল থেকে বেনাপোল কাস্টম হাউজে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে এসেছে। সরকারের উচ্চপর্যায়ের আশ্বাসের পর রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ায় বন্দরজুড়ে আবার কর্মচাঞ্চল্য দেখা গেছে। ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম এবং পণ্য খালাস প্রক্রিয়া আগের গতিতে শুরু হয়েছে।

বেনাপোল কার্গো ভেহিকেল টার্মিনালেও সকাল থেকে ভারতের পেট্রাপোল বন্দর থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে। দীর্ঘ ১২ দিনের ধীরগতির কারণে আমদানি পণ্য খালাসে যে নেতিবাচক প্রভাব পড়েছিল, তা কাটিয়ে ওঠার আশা করছেন সংশ্লিষ্টরা।

কেন এই কর্মবিরতি?

গত ১২ মে সরকার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি নতুন বিভাগ করে অধ্যাদেশ জারি করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা দেশজুড়ে নানা কর্মসূচি পালন করছিলেন। বেনাপোল কাস্টমস হাউজের কর্মবিরতি ছিল তারই অংশ।

আলোচনা ও আশ্বাসের ফল:

রবিবার (২৫ মে) রাতে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে "এনবিআর সংস্কার ঐক্য পরিষদ"-এর রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ আলোচনা হয়। এই আলোচনাতেই সরকারের পক্ষ থেকে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশটি সংশোধনের আশ্বাস দেওয়া হয়। এই আশ্বাসের ভিত্তিতেই রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা তাদের কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন।

বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার জানান, সরকারের লিখিত আশ্বাস এবং আলোচনার অগ্রগতির ভিত্তিতেই কর্মবিরতি স্থগিত করা হয়েছে। তিনি আরও জানান, অংশীজনদের সম্মতিতে একটি টেকসই কাঠামো গঠনের প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, "দীর্ঘ ১২ দিন ধীরগতির কারণে আমদানি পণ্য খালাসে নেতিবাচক প্রভাব পড়েছে। এখন কর্মচাঞ্চল্য ফিরে আসায় আমরা স্বস্তিবোধ করছি।"

এই পদক্ষেপের ফলে কেবল বেনাপোল বন্দরেই নয়, সারাদেশের রাজস্ব সংগ্রহ কার্যক্রমেও গতি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ