Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

শার্শার ডিহিতে ৫ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি শিক্ষা প্রতিষ্টান উদ্বোধন ।


 রবিবার সকালে ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে ভবনগুলো  উদ্বোধন করেন যশোর-১ (শার্শা) আসনের এমপি শেখ আফিল উদ্দিন


বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শার ডিহিতে প্রায় ৫ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত তিনটি শিক্ষা প্রতিষ্টানের নতুন ভবনের উদ্বোধন ও মা সমাবেশের আয়োজন করা হয়। রবিবার সকালে ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে ভবনগুলো  উদ্বোধন করেন যশোর-১ (শার্শা) আসনের এমপি শেখ আফিল উদ্দিন।

দুইকোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা ভবন, এককোটি১১ লাখ টাকা ব্যয়ে বাউন্ডারী প্রাথমিক বিদ্যালয় ও এককোটি ২৬ লাখ টাকা ব্যয়ে শিববাস শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়। 

এর পর পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত মা সমাবেশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মজ্ঞু, নাভারন কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, শার্শা থানার ওসি তদন্ত আকিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হোসেন আলী, বর্তমান চেয়ারম্যান আসাদুজামান মুকুল প্রমুখ। 

অনুষ্টানে প্রধান অতিথি এমপি শেখ আফিল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের প্রকৃত বন্ধু মা। আজকের শিশুদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করতে হলে মায়েদেরকে আরো আন্তরিক ও সজাগ হতে হবে। শিক্ষিত জাতি গড়তে হলে শিশুদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষা বান্ধব এই সরকারের সময়ে সব শিক্ষা প্রতিষ্টানকে সময় উপযোগী হিসাবে গড়ে তুলতে শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকদের এগিয়ে আসার আহŸান জানান তিনি। #


জি এম আশরাফ 

বেনাপোল,যশোর 

২৯/০১/২০২৩

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ