Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্টে ৩০ হাজার ডলারসহ এক যাত্রী আটক



বেনাপোল প্রতিনিধিঃ 

যশোরের বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্টে ৩০ হাজার ডলারসহ তোফাজ্জল হোসেন নামে এক যাত্রীকে আটক করেছে বিজিবি।

 রোববার সন্ধ্যায় কলকাতা হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ডলারসহ তাকে আটক করা হয়। আটককৃত তোফাজ্জল মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। সোমবার নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আহমেদ হাসান জামিল।

 তিনি জানান, আমড়াখালি বিজিবি চেকপোস্টের সুবেদার আহাদ আলীর নেতৃত্বে নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তল্লাশির সময় একজন যাত্রীকে সন্দেহ হয়। এ সময় তাকে তল্লাশি করে তার জুতার মধ্যে বিশেষ কায়দায় লুকানো ৩০ হাজার ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ টাকা। পরে তার ব্যাগ তল্লাশি করে ভারতীয় একটি আইফোনসহ দুইটি মোবাইল জব্দ করা হয়। জব্দকৃত ডলার ও মোবাইলসহ আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

রাজু আহমেদ 

বেনাপোল, যশোর 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ