Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বেনাপোল পোর্ট থানায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২১ আসামী আটক

 



বেনাপোল সীমান্ত থেকে মাদকসহ  বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক ও গ্রেফতারি পরোয়নাভুক্ত ২১ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার(০৯ ফেব্রয়ারী) সকাল থেকে  দুপুর পর্যন্ত অভিযানে ৫০ পিচ ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ বেনাপোল বন্দর থানাধীন বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতাকৃত সাজাপ্রাপ্ত আসামীরা হলেন,। রিপন হোসেন (২৪), আরশাদ আলী ৥ আরশাদ, আওয়াল হোসেন (৩৬) হাসেম আলী (৩০) চান মিয়া (৪২) গোলাম হোসেন (২৮) শাহ আলম ওরফে কাটু (৩০) কালু মিয়া (৩৮) মিলন বিশ্বাস (৩০) রাজ্জাক ৥ ভুবন, সেলিম শেখ (৩৭) মুক্তি (৪৫) শাহিন (৩৩) ১৪। মোঃ কুরবান ব্যাপারী (৩০) আলমগীর হোসেন সর্ব থানা-বেনাপোল পোর্ট।


২০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আসামী, মাসুদ রানা(২৯) ফারুক হোসেন (২৭) পৃথক অভিযানে আরও ২০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আসামী রমজান আলী (৩০) রুবেল (২৫) ৫০ পিচ ইয়াবাসহ হারুনর রশিদ বাবু (৩৬)। সর্ব থানা-বেনাপোল এবং ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী রুপম হাসান সানজু (১৯),তাদের গ্রেফতার করা হয়।


বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, তাদের কাছে গোপন খবর আসে বিভিন্ন মামলার পালাতক আসামীরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে ২১ আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীদের যশোর জেল হাজতে প্রেরন করা হয়েছে।


জি এম আশরাফ 

বেনাপোল,যশোর 

০৯/০২/২০২৩ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ