Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বেনাপোলের আলোচিত বাদশা আটকের খবর

 

জি এম আশরাফ(বেনাপোল) 

আওয়ামী লীগ নেতাদের ভারতে নিরাপদ পারাপারের সাথে জড়িত বেনাপোল সীমান্ত এলাকার বাদশা সিন্ডিকেটের প্রধান বাদশা মল্লিক (৫৫) আটক হয়েছেন বলে বুধবার (২ অক্টোবর) রাতে জানা গেছে।

এদিন সন্ধ্যায় বিজিবির একটি দল রঘুনাথপুর মসজিদের সামনে থেকে তাকে আটক করে নিয়ে যায়। বলে দুর্গাপুর বাজারের। ব্যবসায়ীরা জানিয়েছেন। রঘুনাথপুর গ্রামের মৃত কেরামত আলী মল্লিকের ছেলে বাদশা মল্লিক বেনাপোল এলাকার একটি আতংকের নাম। দীর্ঘদিন ধরে মাদক, অস্ত্র ও সোনা চোরাচালান ব্যবসায়ের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ ছাড়া বাদশার বিরুদ্ধে ২০১৭ সালে বেনাপোলের বিশ্বাসবাড়ি নারানপুর গ্রামের যুবক জাহিদুল (৩৫) কে অপহরণের গুম করার অভিযোগও আছে। সম্প্রতি বাদশার বিরুদ্ধে পতিত আওয়ামী লীগ সরকারের পদস্থ ব্যক্তিদের মোটা অংকের টাকার বিনিময়ে ভারতে যাওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগ ওঠে। লোকসমাজে দৈনিক এ সংক্রান্ত প্রতিবেদনও হয়। একটি সূত্র প্রকাশিত জানিয়েছে, এ অভিযোগেই তাকে আটক করা হয়েছে। তবে আটকের বিষয়ে বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ