Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বেনাপোলে ছেলের উপর রাগ করে মায়ের আত্মহত্যা



বেনাপোল প্রতিনিধিঃ 

বেনাপোলের উত্তর কাগজ পুকুর গ্রামে ছেলের উপর রাগ করে মা রজিনা (৫০) গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। 

১৫ অক্টোবর (মঙ্গলবার) দুপুর  ২ টার দিকে এ আত্মহত্যার ঘটনা ঘটে। 

জানা যায়, ছেলের সাথে রাগ করে গ্যাস ট্যাবলেট খেয়ে অচেতন অবস্থায়  ঘরের মধ্যে পড়ে ছিল রজিনা বেগম।

পরে  তাৎক্ষনিক তাকে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর  অবস্থার অবনতি দেখে যশোর সদর   হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায়  বিকাল ৪ টার দিকে  মৃত্যু বরণ করেন রজিনা বেগম ।

নিহতের ছেলে বিপ্লব হোসেন জানান, তার বাবা তাকে একটি প্রাইভেট কার কিনে দিয়েছিল। গত সপ্তাহে তার বাবা বিদেশ থেকে বাড়ি আসে। এসে গাড়ির বিষয়ে জানতে চাইলে বিপ্লব তার বাবা কে জানায়, মা এর নামে গাড়ির কাগজ থাকায়   সেটা তার মা কাও  কে না জানিয়েই গাড়ী টি অন্য কোথাও বিক্রি করে দেয়। 

এটা নিয়ে  ছেলের সাথে অনেক  কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলের সাথে  অভিমান করে  রজিনা বেগম গ্যাস ট্যাবলেট খেয়ে  আত্মহত্যা করেন । 

বিপ্লব অভিযোগ করে  আরো বলেন, আমার মা বেচে যেত। যশোর সদরের  এর চিকিৎসক দের অবহেলার কারণে আমার মাকে বাচানো যায় নি। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ