বেনাপোল থেকে রাজু আহমেদঃ
যশোরের শার্শা উপজেলার ৩ নং বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২০২৫ শিক্ষাবর্ষের শুরুতে নতুন বই পায়নি। নতুন বছরের প্রথম দিন বই উৎসবে নতুন বই হাতে পাওয়ার কথা থাকলেও অনেক শিক্ষার্থী খালি হাতেই বাড়ি ফিরেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর ইউনিয়নের কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এখনও সব বই পৌঁছায়নি। বিশেষ করে নতুন শিক্ষাক্রমের বই এবং কিছু শ্রেণির বই এখনও আসেনি। ফলে শিক্ষার্থীরা নতুন ক্লাসের পড়া শুরু করতে পারছে না।
শিক্ষার্থীরা জানায়, তারা নতুন বইয়ের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিল। বই না পাওয়ায় তারা হতাশ।
শাঁখারীপোতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মুনসুর আলী বলেন, এই বিদ্যালয়ে সব মিলিয়ে ৩৫০ জন শিক্ষার্থী আছে সেখানে স্বল্প পরিসরে চতুর্থ ও পঞ্চম শ্রেনীর ৭৬ জন শিক্ষার্থী দের জন্যে শুধু মাত্র ৩ টি করে বই হাতে পেয়েছেন।
বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন , এই বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা বই পায়নি। ২ তারিখে কিছু বই দিবে। আমরা শিক্ষা অফিসে যোগাযোগ করেছি এবং দ্রুত বই পাওয়ার আশা করছি।
এই ঘটনায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত বই সরবরাহের দাবি জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ