Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বেনাপোলে পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস



বেনাপোল প্রতিনিধিঃ 

কাস্টমস সেবায় প্রতিশ্রুতি দক্ষতা নিরাপত্তা প্রগতি শ্লোগানে বেনাপোল কাস্টমস হাউসের উদ্যোগে বেনাপোল কাস্টমস হাউসের অডিটোরিয়ামে পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫। যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সাল মো. মুরাদ-এর সভাপতিত্বে সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আব্দুল মুজিদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৪৯ বিজিবি যশোর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি শামসুর রাহমান, বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. কামরুজ্জামান। 


প্রধান অতিথি ড. আব্দুল মজিদ বলেন, 'কাস্টমস সংক্রান্ত  বিষয়ে সচেতনতা তৈরি এবং অংশীজনদের মধ্যে সৌহার্দ্য স্থাপনের লক্ষ্যে ২০০৯ সাল থেকে প্রতি বছর সারা বিশ্বে একযোগে পালিত হয় আন্তর্জাতিক কাস্টমস দিবস।


বর্হিবিশ্বের সাথে মিল রেখে বাংলাদেশ কাস্টমসও যেন দক্ষতা উয়ন্ননের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতকরণ ও সমৃদ্ধি আনে তার ঐতিহ্যগত ভূমিকা ও ভবিষ্যত প্রয়াসের উপর গুরুত্বারোপ করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ