বেনাপোল থেকে রাজু আহমেদ:
যশোর জেলার বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ
অভিযানে ৭ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও ৬ জন নিয়মিত মামলার আসামিসহ মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৪ কেজি গাঁজাও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশনায় এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়ার তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) পবিত্র বিশ্বাস, এসআই (নিঃ) মোস্তাফিজুর রহমান, এএসআই (নিঃ) কাজী জাহিদুল ইসলাম, এএসআই (নিঃ) সাজেদুর রহমান, এএসআই (নিঃ) আইয়ুব আলীসহ সঙ্গীয় ফোর্স।
**গ্রেফতারকৃত আসামিরা হলো:
**গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি:** **মোঃ রহমত আলী (৩৩)**, পিতা- অহেদ আলী সরদার, গ্রাম- ভবেরবেড় (মধ্যপাড়া)। **মেছের আলী (৫৫)**, পিতা- মৃত নূর হোসেন, গ্রাম- পোড়াবাড়ি। **মোঃ রাজু (২৬)**, পিতা- মোঃ মফিজুর রহমান মফিজ, মাতা- জুলেখা বেগম, গ্রাম- ভবেরবেড় (পশ্চিমপাড়া)। **মোঃ হৃদয় হাসান (২১)**, পিতা- মোঃ নুর ইসলাম, গ্রাম- রঘুনাথপুর (পাতার মাঠ পশ্চিমপাড়া)। **মোসলেম মোড়ল (৪৫)**, পিতা- মৃত মহর আলী মোড়ল, গ্রাম- মানকিয়া, ইউপি- বাহাদুরপুর, থানা- বেনাপোল পোর্ট। **আতুয়ারা বেগম (৪০)**, স্বামী- মোসলেম মোড়ল, গ্রাম- মানকিয়া, ইউপি- বাহাদুরপুর, থানা- বেনাপোল পোর্ট। **মোঃ রফিকুল ইসলাম (৪৫)**, পিতা- মোঃ ফরমান আলী, গ্রাম- ধান্যখোলা, থানা- বেনাপোল পোর্ট।
**নিয়মিত মামলার আসামি:**
**আসলাম বিশ্বাস (৩৯)**, পিতা- মৃত আনেজ বিশ্বাস, মাতা- হালিমা বেগম, গ্রাম- পাঁচ কাউনিয়া, থানা- কালিয়া, জেলা- নড়াইল।
**মোঃ সিদ্দিক বিশ্বাস (২৪)**, পিতা- নূর ইসলাম বিশ্বাস, মাতা- নাজমা, গ্রাম- পাঁচ কাউনিয়া, থানা- কালিয়া, জেলা- নড়াইল।**রুমা বেগম (৩২)**, পিতা- মনির হোসেন পাটোয়ারী, মাতা- সুফিয়া, গ্রাম- পাঁচ কাউনিয়া, থানা- কালিয়া, জেলা- নড়াইল। **শাহানাজ বেগম (৩৬)**, স্বামী- আসলাম বিশ্বাস, মাতা- মেরিনা, গ্রাম- পাঁচ কাউনিয়া, থানা- কালিয়া, জেলা- নড়াইল।
*হাসমত শরীফ (৩৬)**, পিতা- খবির শরীফ, মাতা- ছবুরন বেগম, গ্রাম- লস্করপুর, থানা- তেরখাদা, জেলা- খুলনা। **মোঃ তোতা মোল্লা (৫৩)**, পিতা- ওসমান গনি, মাতা- অলেকা বেগম, গ্রাম- মাধবপাশা, থানা- কালিয়া, জেলা- নড়াইল।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
*মাদকবিরোধী অভিযান:*
একই দিনে বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আন্তর্জাতিক বাস টার্মিনালে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন পালিয়ে যায়। তবে একটি বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬০১৫) থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এই সফল অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মাদকবিরোধী কার্যক্রমের অগ্রগতি আরও জোরদার হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
0 মন্তব্যসমূহ