Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

শহীদ জিয়াউর রহমান স্মরণে রঘুনাথপুরে মনোমুগ্ধকর ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত





বেনাপোল থেকে রাজু আহমেদ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল থানাধীন রঘুনাথপুরে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর "ভলিবল টুর্নামেন্ট–২০২৫"। শুক্রবার (৪ এপ্রিল) বিকাল ৪টায় রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “রঘুনাথপুর স্পোর্টিং ক্লাব”-এর আয়োজনে এ নক-আউট পদ্ধতির টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।


খেলার সভাপতিত্ব করেন ০১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলায়েত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মফিজ। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, ০১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী মো. সাইফুর রহমান ও মো. সজিবুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান।


দিবা-রাত্রি এ টুর্নামেন্টে অংশ নেয় ৪টি দল:

১। আলহাজ্ব নুরুজ্জামান লিটন ভলিবল দল, বেনাপোল  

২। সাতক্ষীরা জেলা ভলিবল দল  

৩। ইমদা ভলিবল দল (রাহাত ট্রেডার্স)  

৪। আলোর প্রদ্বীপ স্বেচ্ছাসেবী সংগঠন, ঘীবা  


প্রথম পুরস্কার হিসেবে ছিল নগদ ৫০,০০০ টাকা ও দ্বিতীয় পুরস্কার ৩০,০০০ টাকা। খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. ইয়ারব আলী (দপ্তর সম্পাদক, ০১ নং ওয়ার্ড বিএনপি)। সাউন্ড ও লাইটিংয়ের দায়িত্বে ছিল বেনাপোল সাউন্ড ও লাইটিং হাউজ, বাহাদুরপুর রোড।


টুর্নামেন্ট উপভোগে স্থানীয়দের বিপুল উপস্থিতি মাঠ জুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। রেফারির দায়িত্বে ছিলেন আনিছুর রহমান আনিছ ও মাহবুব আলম। ধারাভাষ্যে ছিলেন সাংবাদিক মো. নজরুল ইসলাম (যশোর) ও শাকিল ভাই।


সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধান অতিথি মফিজুর রহমান মফিজ বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে আনতে হবে।” তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ ও সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব।”


রাত ১১টার দিকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, যেখানে ইমদা ভলিবল দল (রাহাত ট্রেডার্স) চ্যাম্পিয়ন হয় এবং নুরুজ্জামান ভলিবল দল রানার-আপ হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।


এমন আয়োজনের জন্য রঘুনাথপুর স্পোর্টিং ক্লাবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিথিবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ