Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

শার্শা-বেনাপোলে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন



বেনাপোল প্রতিনিধিঃ

‘অন্যায়ের বিরুদ্ধে বিজয়ের আবহে এসো হে বৈশাখ’—এই স্লোগানকে সামনে রেখে শার্শা ও বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। নানা রঙে রাঙানো শোভাযাত্রা, পান্তা-ইলিশের ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় নববর্ষ বরণ। সকাল ৭টা ৩০ মিনিটে বেনাপোল দিঘিরপাড় থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করে বেনাপোল পৌর বিএনপি। এই আয়োজনে নেতৃত্ব দেন সংগঠনের সদস্য মফিজুর রহমান পিন্টু। র‍্যালির পরে পরিবেশনায় ছিল ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ, ভর্তা, কাঁচা মরিচ ও পেঁয়াজের আয়োজন।

এছাড়া সকাল ৮টায় বেনাপোল হাইস্কুল ও সরগম একাডেমির যৌথ উদ্যোগে আয়োজন করা হয় আরেকটি বর্ণাঢ্য র‍্যালি। শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর ছিল পুরো এলাকা।

সকাল ৯টা ৩০ মিনিটে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের নেতৃত্বে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আয়োজিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শোভাযাত্রা ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু এবং শ্রমিক বিষয়ক সম্পাদক শহিদ আলী প্রমুখ।

বিকাল ৫টায় বেনাপোল হাইস্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে ‘সরগম সংগীত ও পাঠাগার’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম। উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সবার অংশগ্রহণে এবারের বৈশাখ উদযাপন হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণবন্ত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ একত্রিত হয়ে নববর্ষকে বরণ করে নেয়, পুরোনো সব গ্লানি ভুলে নতুন আশার আলোয় আলোকিত হয় শার্শা ও বেনাপোল।


জি এম আশরাফ 

বেনাপোল,যশোর 

১৫/০৪/২০২৫


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ