বার্তা জগৎ ডেস্ক:
ঈদুল আজহার দিন নিখোঁজ হওয়া পঞ্চম শ্রেণীর মাদ্রাসাশিক্ষার্থী সোহানা আক্তার (১১)-এর লাশ আজ সকালে মানিকালি গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের চাঁদপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
সোহানা আক্তার চাঁদপুর গ্রামের হাফেজ আব্দুল জলিলের মেয়ে এবং বায়সা-চাঁদপুর মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল। পরিবারের সদস্যরা জানান, ঈদুল আজহার দিন দুপুর ৩টার দিকে সোহানা হাড়িয়া-পানিসারা ফুলের মোড়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
আজ সকালে মানিকালি গ্রামের একটি পুকুরে স্থানীয়রা একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং পরে সেটি নিখোঁজ সোহানার বলে শনাক্ত হয়।
সোহানার আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে এই হৃদয়বিদারক ঘটনায়। স্থানীয়রা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কী কারণে সোহানার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় এলাকায় এক চাপা উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ ও সোহানার সহপাঠীরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার দাবি করছেন।
0 মন্তব্যসমূহ