বেনাপোল থেকে রাজু আহমেদ:
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে নিজ স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর এক ব্যক্তি নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ ভোররাতে রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন রঘুনাথপুর গ্রামের মোঃ মনিরুজ্জামান (৫২), পিতা: মৃত আব্দুর রাজ্জাক, এবং তাঁর স্ত্রী মোছাঃ রেহেনা (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুজ্জামান ও রেহেনার মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক বিবাদ চলে আসছিল। ধারণা করা হচ্ছে, এই পারিবারিক দ্বন্দ্বের জের ধরেই স্বামী মনিরুজ্জামান প্রথমে স্ত্রী রেহেনাকে গলাটিপে হত্যা করেন। পরবর্তীতে তিনি নিজ বাড়ির উঠানে একটি আমড়া গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
আজ সকালে স্থানীয়রা মৃতদেহ দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। বেনাপোল পোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো যশোর সদর হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে।
এই ঘটনাকে ঘিরে রঘুনাথপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং ঘটনার পেছনের বিস্তারিত কারণ উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।
0 মন্তব্যসমূহ