বেনাপোল থেকে রাজু আহমেদ:
বেনাপোল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই প্রসাধনী ও ভোগ্যপণ্য জব্দ করেছে সেনাবাহিনী। গতকাল (বুধবার, ১১ জুন) রাতে যশোর রেলস্টেশনে পরিচালিত এই অভিযানে তিন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
যশোর সেনানিবাসের অস্থায়ী পুলেরহাট ক্যাম্পের সেনা কমান্ডারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে যে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে ভারত থেকে রাজস্ব ফাঁকি দিয়ে আনা প্রসাধনসামগ্রী পাচার হচ্ছে।
অভিযানে আটককৃতরা হলেন যশোরের চাঁচড়া এলাকার আরিফা (৫০), সদর উপজেলার বসুন্দিয়ার হোসেন (৬৫), এবং বেনাপোলের ডলি (৪৫)। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ট্রেনে তল্লাশি চালিয়ে সাবান, শ্যাম্পু, ফেসওয়াশ, চুলের তেল, বিস্কুট, কম্বলসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের আনুষ্ঠানিক মূল্যায়ন না হলেও সংশ্লিষ্টদের ধারণা, এগুলোর বাজারমূল্য লক্ষাধিক টাকা হতে পারে। আটককৃত তিন ব্যক্তি এবং জব্দকৃত মালামাল যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, "ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। আটককৃতদের থানায় আনার প্রক্রিয়া চলছে। বিস্তারিত পরে জানানো হবে।"
0 মন্তব্যসমূহ