Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বেনাপোলের সাবেক কাউন্সিলর আমিরুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া



বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল পৌরসভার সাবেক কাউন্সিলর,ট্রান্সপোর্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমিরুল ইসলাম (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার গভীর রাতে যশোরের শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামের নিজ বাড়িতে স্ট্রোক করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যু কালে বয়স ছিল ৬৫ বছর। স্ত্রী পুত্র সহ অনেক গুনাবলি তিনি রেখে গেছেন। 

তার মৃত্যুর খবরে বেনাপোল ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শার্শা উপজেলা জামায়াতের আমির মাওলানা আজিজুর রহমান, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, পৌর কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, বিএনপি নেতা আতিকুজ্জামান ছনি, জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান, মাওলানা রেজাউল ইসলাম ও মাওলানা ইউসুফ আলী।

নেতৃবৃন্দ এক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

কাগজপুকুর স্কুল মাঠ প্রাঙ্গনে জানাজা শেষে কাগজপুকুর কবরস্থানে মরহুম আমিরুল ইসলামকে দাফন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ