Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

আল-আরাফাত সার্ভিসের বিরুদ্ধে ঘুষের অভিযোগ, বেনাপোলে ১২৯ নিরাপত্তাকর্মীর ক্ষোভ



বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তা কাজে নিয়োজিত ১২৯ জন কর্মী অভিযোগ করেছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রতিষ্ঠান আল-আরাফাত সার্ভিস (প্রাইভেট) লিমিটেড-এর শামিম শিকাদার নামে এক কর্মকর্তার বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, চাকরিতে বহাল থাকার জন্য এবং নতুন কোম্পানিতে টিকে থাকতে হলে মোটা অঙ্কের টাকা দাবি করছেন ওই কর্মকর্তা।

বন্দর পরিচালকের কাছে লিখিত অভিযোগপত্রে তাঁরা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাঁরা সততা ও নিষ্ঠার সঙ্গে বন্দরে নিরাপত্তা কাজে নিয়োজিত রয়েছেন। বর্তমানে আগের নিয়োজিত কোম্পানি পিমা-এর চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন নিয়োগ পাওয়া কোম্পানির প্রতিনিধি মোঃ শামীম শিকদার (ম্যানেজার, অপারেশন) তাঁদের জানিয়েছেন, আগামী ১ আগস্ট ২০২৫ থেকে কোম্পানিটি বেনাপোল বন্দরে কার্যক্রম শুরু করবে।

অভিযোগে আরও বলা হয়, শামীম শিকদার জানিয়েছেন—চাকরি ধরে রাখতে হলে প্রত্যেক নিরাপত্তাকর্মীকে ৩০ হাজার টাকা করে দিতে হবে। আর যারা নতুন নিয়োগ পাবে, তাদের দিতে হবে ৫০ হাজার টাকা। টাকা না দিলে চাকরিচ্যুত করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

অভিযোগকারীরা বলেন, তারা সবাই নিম্ন আয়ের মানুষ। স্বল্প বেতনের এই চাকরিতে টাকার বিনিময়ে নিয়োগ বা চাকরি রক্ষা করা তাঁদের পক্ষে সম্ভব নয়। তাছাড়া নিয়োগ সংক্রান্ত চুক্তিপত্রে কোথাও আর্থিক লেনদেনের বিষয় নেই

ভুক্তভোগী নিরাপত্তা কর্মীরা বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ