Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষ করে দেশে ফিরলো ৮ বাংলাদেশী



 বেনাপোল প্রতিনিধিঃ 

ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৮ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে 

ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

রোববার বিকালে ভারতের পেট্রাপোল থানা ও ইমিগ্রেশন  পুলিশ যৌথ ভাবে এদেরকে  বেনাপোল পোর্টথানা পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশি কার্যক্রম শেষে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যা তাদের গ্রহন করেছে আইনী সহয়তা দিতে।


ফেরত আসা যুবকেরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার হানেফ গাজির ছেলে শফিকুল ইসলাম, ইছার আলীর ছেলে মরিরুল ইসলাম, মরশেদ আলীর ছেলে আসানুর রহমান, শাফায়েত খার ছেলে আলআমিন, আব্দুল হোসাইনের ছেলে সামসুজ্জামান, ময়ময়সিংহের রহমতপুর সদরের বাদশা মিয়ার ছেলে শাখাওয়াত,নিজামুদ্দিনের ছেলে আলামিন ও আবুল বাশারের ছেলে আশরাফুল আলম।


বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন ভুইয়া জানায়, ফেরত আসা যুবকদের সাথে কথা বলে জানা গেছে, এরা অভাবি পরিবারের।  ভাল কাজের কথা বলে এদেরকে সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে প্রতারনা করে তাদের ফেলে পালিয়ে আসে দালাল চক্র। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখানে একবছর কারাভোগ শেষে এসব বাংলাদেশিরা দেশে ফিরে আসে।

জি এম আশরাফ 

বেনাপোল,যশোর 

১২/০৩/২০২৩ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ