Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বেনাপোলে সীমান্ত অতিক্রমকালে ৯ নারী, পুরুষ ও শিশু আটক।




বেনাপোল থেকে রাজু আহমেদ:


ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বেনাপোল সীমান্তে ৯ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৭ এপ্রিল) বিকেলে বেনাপোলের ধান্যখোলা সীমান্তের জেলেপাড়া পোস্ট এলাকা থেকে তাদের আটক করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ধান্যখোলা ক্যাম্পের টহল দল।


ধান্যখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ আব্দুল গনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতরা কোনো বৈধ ভ্রমণ দলিল বা কাগজপত্র ছাড়াই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটককৃতদের মধ্যে রয়েছেন যশোর ও নড়াইল জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা মিলন মোল্লা, সাইদুল ইসলাম, শিমুল, করিমন বিবি, জান্নাত, বন্যা, সোহাগী, হালিমা ও সোয়াইফা। তাদের মধ্যে কয়েকজন শিশু ও নারী রয়েছেন, যাদের পরিবারসহ ভারতে অবস্থান করার পর বাংলাদেশে ফিরে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।


আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ