বেনাপোল থেকে রাজু আহমেদঃ
যশোরের বেনাপোল পৌরসভার আমড়াখালী এলাকায় নির্মিত দৃষ্টিনন্দন পৌর গেটটি উদ্বোধনের অপেক্ষায় থাকতে থাকতে রঙের জৌলুস ইতিমধ্যেই ম্লান হতে শুরু করেছে। ৫৩ ফুট উচ্চতা ও ১৪৪ ফুট প্রশস্ত এই গেটটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৭ কোটি টাকা, এবং নির্মাণকাজ সম্পন্ন করতে সময় লেগেছে ৭৩০ দিন।
২০১৫ সালের নভেম্বরে, বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে এবং বেনাপোল পৌরসভার তত্ত্বাবধানে গেটটির নির্মাণ কাজ শুরু হয় ।
তবে গেটটি এখনো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আপত্তির কারণে উদ্বোধন বিলম্বিত হয়েছিল । সওজ কর্তৃপক্ষের দাবি, মহাসড়কের ওপর এই গেট নির্মাণ মহাসড়ক আইন-১৯২৫ এর পরিপন্থী এবং ভবিষ্যতে সড়ক সম্প্রসারণে বাধা সৃষ্টি করতে পারে ।
এদিকে, বেনাপোল পৌরসভা জানিয়েছে, তারা জেলা পরিষদের অনুমোদন নিয়ে গেটটি নির্মাণ করেছে এবং এটি মহাসড়ক সম্প্রসারণে কোনো বাধা সৃষ্টি করবে না।
এদিকে, গেটটির রঙের অবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। নির্মাণের পর থেকে গেটটির রঙ একাধিকবার নবায়ন করা হয়েছে, তবে প্রতিবারই কিছুদিনের মধ্যে রঙ ধসে পড়ছে। সর্বশেষ রঙ করা হয় ২০২৩ সালের জুন মাসে, কিন্তু কয়েক মাসের মধ্যেই রঙের উজ্জ্বলতা হারিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা মনে করেন, নিম্নমানের রঙ ও রক্ষণাবেক্ষণের অভাব এর জন্য দায়ী।
গেটটি শুধুমাত্র একটি প্রবেশদ্বার নয়; এটি একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স হিসেবে পরিকল্পিত, যেখানে রয়েছে ফুটপাত, টোলঘর, এক্সিবিশন হল, দোতলা গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, কফি হাউজ, পাবলিক টয়লেট, গাড়ি পার্কিং, সিটিং প্লেস, মিনি পার্ক।
স্থানীয় বাসিন্দারা গেটটির সৌন্দর্যবর্ধনে অসন্তোষ প্রকাশ করেছেন। এবং দ্রুত গেটটি সংস্কার এর দাবি জানিয়েছে ।
0 মন্তব্যসমূহ