Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

তক্ষকসহ দুই চোরাকারবারি আটক: শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে সফলতা



বেনাপোল থেকে রাজু আহমেদ:

যশোর জেলার শার্শা থানা পুলিশের কড়া নজরদারি ও তৎপরতায় বিলুপ্তপ্রায় একটি বন্যপ্রাণী তক্ষকসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানটি সোমবার (১৯ মে) রাতে শার্শার মাটিপুকুর গ্রামে চালানো হয়।

যশোরের সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের দিকনির্দেশনায় এবং শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. রবিউল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) হযরত আলী, এসআই (নিঃ) মোঃ সোহানুর রহমান এবং সঙ্গীয় ফোর্সের একটি দল অভিযানে অংশ নেয়।

রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে মাটিপুকুর (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা মোঃ করিম হোসেন এর বাড়িতে অভিযান চালানো হয়। করিমের শয়নকক্ষ থেকে একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই করিমসহ আরও একজনকে আটক করে পুলিশ।



গ্রেফতারকৃতরা হলেন:
১) মোঃ করিম হোসেন (৪৮), পিতা-মৃত হাসেম আলী ব্যাপারী, সাং-মাটিপুকুর (পশ্চিমপাড়া), থানা-শার্শা, জেলা-যশোর।
২) মোঃ মামুনুর রশিদ (৪২), পিতা-আব্দুল হান্নান, সাং-সাহেবনগর, থানা-গাংনি, জেলা-মেহেরপুর।

পুলিশ জানায়, করিম হোসেন এর আগেও একই ধরনের অপরাধে মামলার আসামি ছিলেন। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত তক্ষকটি আন্তর্জাতিক পাচার চক্রের মাধ্যমে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল।

তক্ষক একটি দুষ্প্রাপ্য ও সংরক্ষিত বন্যপ্রাণী। এদের অবৈধভাবে সংগ্রহ, সংরক্ষণ বা পাচার করা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

ঘটনার পর শার্শা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সুপার রওনক জাহান জানান, “বন্যপ্রাণী পাচার প্রতিরোধে জেলা পুলিশের কঠোর অবস্থান রয়েছে। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।”

বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা ও পুলিশের সঠিক পদক্ষেপে যেমন বন্যপ্রাণীরা রক্ষা পাচ্ছে, তেমনি পাচারকারীরাও আইনের আওতায় আসছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ