বেনাপোল প্রতিনিধি:
দেশজুড়ে জনগণের কষ্টের শেষ নেই। এর মধ্যেই নতুন করে সাধারণ মানুষের পকেটে হাত দিয়েছে খুচরা সিগারেট বিক্রেতারা। বেনাপোলসহ আশপাশের বাজারগুলোতে হঠাৎ করে প্রতি শলাকা সিগারেটের দাম ২ থেকে ৩ টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন দোকানদাররা। অথচ সরকারের পক্ষ থেকে এখনো কোনো নতুন খুচরা মূল্য ঘোষণা হয়নি।
সাধারণ ক্রেতাদের অভিযোগ, বাজারে সুযোগ বুঝে দোকানদাররা ইচ্ছেমতো দাম নির্ধারণ করে নিচ্ছেন। নিম্ন আয়ের মানুষ যারা দিনে কয়েকটি সিগারেট কিনে অভ্যাসগতভাবে ধূমপান করেন, তারাই সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
বর্তমান বাজারদর (প্রতি শলাকা):
- বেনসন: ২২ টাকা
- গোল্ডলিফ: ১৭ টাকা
- লাকি স্ট্রাইক: ১৪ টাকা
এর আগে বেনসন বিক্রি হচ্ছিল ১৯–২০ টাকায়, গোল্ডলিফ ১৪–১৫ টাকা, আর লাকি স্ট্রাইক ১১–১২ টাকা দামে। মাত্র কয়েকদিনের ব্যবধানে দাম বাড়িয়ে ফেলা হয়েছে প্রতি শলাকা ২–৩ টাকা করে।
বেনাপোল বাজারের এক ক্রেতা বলেন, "আগে ১৫ টাকায় যে গোল্ডলিফ কিনতাম, এখন সেটা ১৭ টাকা নিচ্ছে। সরকার কিছু না বলতেই এভাবে দাম বাড়ানোর মানে কী?"
ব্যবসায়ীদের দাবি, তারা নাকি পাইকারি পর্যায়ে দাম বেশি দিচ্ছেন বলে খুচরা দামে বেশি নিতে বাধ্য হচ্ছেন। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, এখনো পর্যন্ত পাইকারি বাজারে তেমন কোনো বড় পরিবর্তন হয়নি। বরং আগেই মজুদ করে রাখা সিগারেট এখন বেশি দামে বিক্রি করাই যেন দোকানিদের নতুন ধান্দা হয়ে উঠেছে।
সংশ্লিষ্টদের মতে, বাজেটে কিছু প্রস্তাব থাকলেও সেটা এখনো আইনগতভাবে কার্যকর হয়নি। তার আগেই এভাবে ইচ্ছেমতো দাম বাড়ানো ভোক্তা অধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
ভুক্তভোগীদের দাবি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। না হলে সামনে আরও পণ্য নিয়ে একই ধরনের নৈরাজ্য দেখা দিতে পারে।
সাংবাদিক হিসেবে প্রশ্ন, কোথায় প্রশাসন? কোথায় বাজার তদারকি?
সাধারণ মানুষের প্রশ্ন একটাই — "অর্থনীতি কি এখন শুধু সুযোগ সন্ধানীদের জন্য?"
0 মন্তব্যসমূহ