বেনাপোল থেকে রাজু আহমেদ:
শুধু রক্তদান নয়, এবার পরিবেশ সুরক্ষাতেও নিজেদের দায়বদ্ধতা প্রমাণ করলো যশোরের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন। গতকাল দিনব্যাপী এক মহতী বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শার্শা উপজেলার সাতটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সেজে উঠলো সবুজের সমারোহে। এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের নিবেদিতপ্রাণ সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়, মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় বেনাপোল, নব দিগন্ত স্কুল, বেনাপোল ডিগ্রি কলেজ, শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, শার্শা পলিটেকনিক স্কুল ও কলেজ এবং শার্শা উপজেলা কলেজ সহ মোট সাতটি প্রতিষ্ঠানে চারা গাছ রোপণ করা হয়। এর পাশাপাশি, শার্শা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়েও এই সবুজায়নের ছোঁয়া লাগে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার জনাব কাজী নাজিব হাসান। তাঁর মূল্যবান উপস্থিতি এই উদ্যোগকে আরও অর্থবহ করে তোলে এবং অংশগ্রহণকারীদের মধ্যে অনুপ্রেরণা জোগায়।
যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের পক্ষে এই মহৎ কার্যক্রমে নেতৃত্ব দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক মিলন হোসেন। এছাড়াও, সংগঠনের পরিচালক আব্দুর রহমান সুমন, সভাপতি ওমর সিয়াম, সিনিয়র যুগ্ম সম্পাদক অপু মুন্না, যুগ্ম সম্পাদক রাকিব, দপ্তর সম্পাদক সূর্য রায়, সহ সাংগঠনিক সম্পাদক শামিমা খাতুন সহ অন্যান্য সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশ নিয়ে কর্মসূটিকে সফল করে তোলেন।
এই বৃক্ষরোপণ অভিযান শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও সুন্দর বাংলাদেশ গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের এই দূরদর্শী ও প্রশংসনীয় পদক্ষেপ ইতোমধ্যে সুধীমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এটি প্রমাণ করে যে, সামাজিক দায়বদ্ধতা শুধু মুখে নয়, কাজের মাধ্যমেই প্রকাশ পায়।
0 মন্তব্যসমূহ