Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

২০২৫-২০২৬ অর্থবছরের বেনাপোল পৌর সভার বাজেট ঘোষনা করলেন প্রশাসক

 


বেনাপোল থেকে রাজু আহমেদ:

বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পৌরসভার বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার (৪ জুন) পৌরসভার অডিটরিয়ম রুমে ১৬৭,৫৩,৪১,৮৬৭.৯০ টাকার (্এক শত সাতষট্টি কোটি তিপ্পান্ন লক্ষ এক চল্লিশ হাজার আটশত সাতষট্টি টাকা নব্বই পয়সা) প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন  বেনাপোল পৌর প্রশাসক ও শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজীব হাসান।

পৌর প্রশাসক কাজী নাজীব হাসান বেনাপোল পৌর সভার ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৩০,৬৯,২২,৮৮৭.১৩ টাকার সংশোধিত বাজেট ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ১৬৭,৫৩,৪১,৮৬৭.৯০ টাকার প্রস্তাবিত বাজেট পাশ করেন। এসময় তিনি চলতি অর্থবছর অর্থাৎ ২০২৫- ২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ৮,৭৬,৬৯,৯৬৩.৯৯ টাকা রাজস্ব ব্যায় ৮,১১,১৪,০০০.০০ টাকা এবং রাজস্ব উদ্বৃত্ত ৬৫,৫৫,৯৬৩.৯৯ টাকা ধরা হয়েছে।

এছাড়া উন্নয়ন খাতে (বিভিন্ন প্রকল্প সহ এডিপি খাতে) ২০২৫-২৬র অর্থবছরে প্রস্তাবিত বাজেট আয় ১৫৮,৭৬,৯০৩.৯১ টাকা এবং উন্নয়ন ব্যয় ১৫৮,৬৬,৭১,৯০৫.৯১ টাকা এবং সমাপনী  স্থিতি ১০,০০,০০০.০০ টাকা ধরা হয়েছে।

কাজী নাজিব হাসান বাজেট ঘোষনায় বলেন বেনাপোল বাসীর দীর্ঘ দিনের আশা আকাঙ্খা পুরুন হতে যাচ্ছে। খুব দ্রুত বেনাপোলে একটি আধুনিক হাসপাতাল এর কাজে হাত দেওয়া হবে। যেখানে দ্রুত চিকিৎসা দেওয়া যাবে। এবং এই অঞ্চলের মানুষের অর্থও কম খরচ হবে। এই বাজেটে যত সম্ভব পৌর সভাকে আরো আধুনীকরন করা হবে। এবং হাসপাতাল নির্মান হলে অনেক কর্মসংস্থান ও হবে।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শওকত মেহেদী সেতু, পৌর সচিব শহিদুল ইসলাম, ইঞ্জিনীয়ার মোশারফ হোসেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন সহ পৌর কর্মকর্তা কর্মচারী, স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সাংবাদিক প্রমুখ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ