বেনাপোল থেকে রাজু আহমেদ:
যশোরের শার্শা উপজেলায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বুধবার (৪ জুন, ২০২৫) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে শার্শা থানাধীন উলাশী ইউনিয়নের খাজুরা গ্রামের দক্ষিণ বুজরুজবাগানগামী মাটির রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সবুজ (২২), পিতা- আঃ সাত্তার, সাং- যাদবপুর, শার্শা। আহত যুবক হলেন রাজু (২২), পিতা- আহম্মেদ আলী, সাং- যাদবপুর, শার্শা। তাদের সাথে থাকা কালু (৩৫), পিতা- নুর হোসেন জনু, সাং- খাজুরা, অক্ষত আছেন।
জানা যায়, সবুজ, রাজু এবং কালু খাজুরা গ্রামের মাটির রাস্তা দিয়ে মাঠের দিকে যাচ্ছিলেন। সে সময় রাস্তার ওপর অজ্ঞাতনামা ২ জন দুষ্কৃতকারীর সাথে তাদের দেখা হয়। একপর্যায়ে দুষ্কৃতকারীদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদ্বয় সবুজ ও রাজুকে অতর্কিতভাবে ছুরি দিয়ে আঘাত করে।
ঘটনার সময় কালু সেখান থেকে দৌঁড়ে এসে স্থানীয় নেহা পেট্রোল পাম্পে খবর দেন। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সবুজ ও রাজুকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাভারন নিয়ে আসে।
কর্তব্যরত চিকিৎসক সবুজকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। আহত রাজুকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন।
নিহত সবুজের লাশ বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রাখা হয়েছে।
সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার, নাভারন সার্কেল এবং অফিসার ইনচার্জ, শার্শা থানা সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতকারীদের আটকের চেষ্টা চালাচ্ছে।
0 মন্তব্যসমূহ