Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ঈদের ছুটিতে বেনাপোল সীমান্তে চামড়া পাচার রোধে বিজিবির সর্বোচ্চ সতর্কতা



বেনাপোল থেকে রাজু আহমেদ:

পবিত্র ঈদুল আজহা সামনেই। এই উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরই কোরবানির পশুর চামড়া অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে পাচারের আশঙ্কা থাকে। এ বছরও সেই আশঙ্কা মাথায় রেখে বেনাপোলের বিভিন্ন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বুধবার (৪ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার রোধে বিজিবিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিজিবি চেকপোস্টে কড়া নজরদারি রাখা হয়েছে, যাতে কেউ ভারতে চামড়া পাচার করতে না পারে। ঈদ উপলক্ষে টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

জানা গেছে, বর্তমানে দেশে চামড়ার বাজার মূল্য তুলনামূলক কম। চামড়া ব্যবসায়ী আব্দুল লতিফ জানান, পাঁচ মণ ওজনের গরুর চামড়া ৫৫০ থেকে ৬০০ টাকা এবং ১০ মণ ওজনের গরুর চামড়া ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, ছাগলের চামড়ার দাম প্রতি পিস ১০০ টাকা। অপরদিকে, ভারতের পশ্চিমবঙ্গে পাঁচ মণ ওজনের গরুর চামড়া ৮০০ থেকে ১০০০ রুপি এবং ১০ মণ ওজনের গরুর চামড়া প্রতি পিস ১২০০ রুপি পর্যন্ত বিক্রি হচ্ছে। এই মূল্য পার্থক্যের কারণে বেশি মুনাফার আশায় চামড়া পাচার হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, যশোরের যেসব সীমান্ত দিয়ে চামড়া পাচারের সম্ভাবনা থাকে, সে সমস্ত এলাকা বেশি নজরদারিতে রাখা হয়েছে। এর মধ্যে বেনাপোলের গাতীপাড়া, বড়আঁচড়া, সাদিপুর, রঘুনাথপুর, ঘিবা, ধান্যখোলা, পুটখালী এবং শার্শার গোগা, কায়বা, অগ্রভুলোট, রুদ্রপুর, কাশিপুর, শিকারপুর, শালকোনা ও শাহজাতপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আরও জানান, সীমান্তে ২৪ ঘণ্টা বিজিবির সৈনিকরা তাদের দায়িত্ব পালন করছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানদেরকেও চামড়া পাচার রোধের কথা বলা হয়েছে, যাতে কেউ অবৈধভাবে ভারতে চামড়া পাচার করতে না পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে।

উল্লেখ্য, চামড়া পাচার রোধে বিজিবির পাশাপাশি অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোও সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ